Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

Description: C:\Users\B C\Desktop\government-bangladesh-logo-08FC040E6F-seeklogo.com.png                                                         গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

                                                                                 উপজেলা প্রকৌশলীর কার্যালয়

জয়পুরহাট সদর, জয়পুরহাট।      

www.lged.gov.bd

 

 
  Rounded Rectangle: ‡mev cÖ`vb cÖwZkÖæwZ (Citizen’s Charter)

 

 

 

 

Description: C:\Users\B C\Desktop\government-bangladesh-logo-08FC040E6F-seeklogo.com.pngভিশন: স্থানীয় অবকাঠামো অর্ভূতর্পূব উন্নয়ন ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থ-সামাজিক অবস্থার অব্যাহত উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থা উন্নীতকরণ এবং স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচনে অনুঘটক হিসেবে ধারাবাহিকভাবে কাজ করার মাধ্যমে রুপকল্প সমূহ বাস্তবায়ন

মিশন: নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে দেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রেক্ষিত পরিকল্পনা সমূহের পাশাপাশি জাতিসংঘ ঘোষিত SDG এর অধিকাংশ গোল প্রত্যক্ষ পরোক্ষভাবে অর্জন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং একইসাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গ্রামের ভূমিকা অধিকতর সুসংহত করার জন্য প্রতিটি গ্রামে আধুনিক নগরের সুবিধা সম্প্রসারনদেশের উপজেলাগুলিতে পরিকল্পিত, সমন্বিত উন্নয়নের মাধ্যম ২০৪১ সালের মধ্যসোনার বাংলা বির্নিমাণের অগ্রগতিতে সরকারের অন্যতম বৃহপ্রকৌশল সংস্থা হিসাবে পেশাদারিত্ব, দক্ষতা কার্যকরভাবে পরষ্পরসম্পর্কীত সহায়ক কার্যক্রম সামাজিক পরিবেশগত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে জনগণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা; কারিগরি প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠী অংশীজনদের সেবা প্রদানে মূল কারিগর হিসাবে গুরুত্বর্পূণ ভূমিকা পালনের মাধ্যমে সুখি-সমূদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তোলা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখা

এলজিইডি মূখ্য দায়িত্ব কার্যাবলী:

  • পল্লী ও নগর অঞ্চলে অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ;
  • পল্লী অবকাঠামো রক্ষনাবেক্ষণ;
  • ডিজাইন ও অন্যান্য কারিগরী মডেল, ম্যানুয়েল ও স্পেসিফিকেশন প্রণয়ন;
  • গ্রোথ সেন্টার/হাট বাজার উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণ;
  • ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভাকে র্পূণাঙ্গ কারিগরী সহায়তা প্রদান;

 

  • ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা প্লানবুক, ম্যাপিং ও সড়ক এবং সামাজিক অবকাঠামো ডাটাবেজ প্রস্ততকরণ;        
  • ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন পরিকল্পনা, বাস্তবায়ন ও পরিবীক্ষণ;
  • সরকারী বিভিন্ন মন্ত্রণালয়ের বা অন্যকোন স্থানীয় উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সময় সময়ে অর্পিত অবকাঠামো উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন ও পরিবীক্ষণ;
  • জনপ্রতিনিধি, উপকারভোগী, ঠিকাদার, চুক্তিবদ্ধ শ্রমিক দলসমূহের সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকান্ডের প্রশিক্ষণ;
  • এলজিইডির কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি;

২. প্রতিশ্রুত সেবাসমূহ:

২.১) নাগরিক/প্রাতিষ্ঠানিক সেবা কাযর্ক্রম সমূহ

ক্রমিক

নং

সেবার নাম

সেবা

গ্রহণকারী

সেবা প্রদান/কার্য সম্পাদন পদ্ধতি

কাগজপত্রাদি, প্রাপ্তিস্থান এবং সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি

কায র্নিষ্পতি সবোর্চ্চ সময়সীমা

 

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এবং উর্দ্ধতন কর্মকর্তা

১. ক্রয় কার্যর্ক্রমঃ ­­

১) ক.

বার্ষিক ক্রয় পরিকল্পনা ( Annual Procurement Plan)

স্থানীয় সরকার ও অন্যান্য বিভাগ এবং ঠিকাদার/ সরবরাহকারী/ পরামর্শক প্রতিষ্ঠান ইত্যাদি।

 

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (APA) মোতাবেক সংশ্লিষ্ঠ প্রকল্পের প্রকল্প পরিচালক DPP (ডিপিপি) তে প্রাক্কলিত মোট ক্রয় পরিকল্পনা অনুযায়ী বার্ষিক ক্রয় পরিকল্পনা (APP) প্রণয়ন করতঃ প্রধান প্রকৌশলীর অনুমোদনের পর নোটিশ বোর্ড/এলজিইডি’র ওয়েবসাইটে প্রকাশ করেন এবং প্রকল্পের আওতাভুক্ত সংশ্লিষ্ট ক্রয়কারী (Procuring Entity) উপজেলা প্রকৌশলী/জেলার নির্বাহী প্রকৌশলীদের নিকট প্রেরণ করেন ৷ উপজেলা /নির্বাহী প্রকৌশলী উক্ত পরিকল্পনাটি নোটিশ বোর্ডে প্রকাশ করতঃ উপজেলা/জেলার ক্রয়কার্যক্রম গ্রহণ করেন ৷

প্রযোজ্য নয়

প্রতি তিন মাস অন্তর ক্রয় পরিকল্পনা হালনাগাদ করা হয় ৷

১৷ উপজেলা/জেলা
নিবার্হী প্রকৌশলী, ২।সংশ্লিষ্ঠ প্রকল্প পরিচালকের দপ্তর,

এলজিইডি

 

১) খ.

বিজ্ঞাপন বা দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ  এবং

প্রাক-দরপত্র সভা আহবান

ঠিকাদার/ সরবরাহকারী/ পরামর্শক/ আগ্রহী দরপত্রদাতা প্রতিষ্ঠান/ বিজ্ঞাপন ম্যানেজার।

পিপিআর-২০০৮ এর বিধি অনুযায়ী দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে।

দরপত্রদাতাগনের দরপত্র দলিল বা দরপত্র সংশ্লিষ্ট কোন প্রশ্ন বা ব্যখ্যা প্রদানের লক্ষ্যে প্রাগ-দরপত্র সভা আহবান করা হয়ে থাকে।উক্ত সভার কার্যবিবরণী দরপত্র ক্রয়কারী সকল দরপত্র দাতাদের নিকট প্রদান করা হয়ে থাকে। ১ কোটি টাকা বা তদুর্ধ মুল্যমানের কার্য্য, পন্য ও সেবাক্রয়ের ক্ষেত্রে এবং ৫০ লক্ষ টাকা মূল্যমানের বা তদুর্ধ ভৌত সেবা বা বৃদ্ধি ভিত্তিক সেবা ক্রয়ের ক্ষেত্রে বার্ষিক ক্রয় পরিকল্পনা (CPTU)এর ওয়েব সাইটে প্রকাশ করা হয়ে থাকে ৷

অফিসিয়াল ও দরপত্র নোটিশ মোতাবেক।

 

 

বিনামূল্যে

নিদৃষ্ট সময় পরপর পিপিআর-২০০৮ অনুযায়ী

  

 

১) গ.

দরপত্র সংক্রান্ত অভিযোগ দাখিল ও নিষ্পত্তিকরণ

   

 পিপিআর-২০০৮ এর বিধি ও টেন্ডার ডকুমেন্টস এর বর্ণনার আলোকে অভিযোগ গ্রহণ এবং  এলজিইডির নিয়োগকৃত এ্যাডজুডিকেটর এর মাধ্যমে  নিষ্পত্তি করণ করা হয়।

দরপত্র সংক্রামত্ম প্রয়োজনীয় কাগজপত্রাদী সহ অভিযোগপত্র ।

   

  অনূন্য ২ মাস

সংশ্লিষ্ট ক্রয়কারী ও লাইন ডিপার্টমেনট এর নিয়ন্ত্রনকারী উর্ধ্ধতন র্কমর্কতা।

১) ঘ.

যোগ্যতা সম্পন্ন সরবরাহকারী বা ঠিকাদারদের তালিকা সংরক্ষণ ও হালনাগাদকরণ

এবং কার্যসম্পাদন/অভিজ্ঞতার সনদ ইস্যূ করন।

   

 

বিশেষ ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কোন ক্রয়কার্য্ম সম্পাদনের ক্ষেত্রে  ক্রয়কারী যোগ্যতা সম্পন্ন সরবরাহকারী বা ঠিকাদারীদের তালিকা সংরক্ষণ (Enlistment) করে থাকেন এবং দরদাতাদের যোগ্যতা বৎসর ভিত্তিক পুনর্বিবেচনার মাধ্যমে হালনাগাদ করা হয়ে থাকে। প্রতিটি র্কায সম্পাদন শেষে কাজের গুনগতমান বিবেচনায় যোগ্য ঠিকাদারকে ট্র্যাক্স, ভাট কর্তনের প্রত্যয়ন সহ অভিজ্ঞতা সনদ প্রদান করা হয়।

 তালিকা ভূক্তি=৫,০০০.০০

 হালনাগাদ=২,০০০.০০।

 

অভিজ্ঞতার সনদ

  বিনামূল্যে।

পিপিআর-২০০৮ অনুযায়ী প্রতি বছর একবার এবং স্কীম সমাপ্তির ৩০ দিনের মধ্য ।

১। উপজেলা প্রকৌশলী

 ২। জেলা নিবার্হী প্রকৌশলী

এলজিইডি জয়পুরহাট

২. উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ:

২.১

১. সড়ক ব্রিজ/কালভার্ট নির্মাণ/পুননির্মাণ।

২. গ্রোথ সেন্টার/বাজার উন্নয়ন।

৩. সেচ অবকাঠামো  এবং                   ৪. শিক্ষা /সামাজিক/ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন/সংস্কার।

 

উপকার ভোগী স্থানীয় জনগণ/ স্হানীয় সরকার প্রতিস্ঠান ও সংস্থা সমূহ ।

অবকাঠামো পরিকল্পনা, নির্মাণ ও  রক্ষণাবেক্ষণের মাধ্যমে পল্লী অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন। সড়ক নির্মাণ,ব্রিজ/কালভার্ট নির্মাণ, গ্রোথসেন্টার/হাট-বাজার উন্নয়ন, উপজেলা ও  ইউনিয়ন পরিষদ নির্মাণ ইত্যাদি গ্রামীণ অবকাঠামো নির্মাণের জন্য মাননীয় মন্ত্রী / প্রতিমন্ত্রী / উপমন্ত্রী /জাতীয় সংসদ সদস্য, স্থানীয় সরকার বিভাগ, বিশিষ্ট নাগরিকগণ প্রধান প্রকৌশলী, এলজিইডি বরাবর অনুরোধ/আবেদন/নির্দেশনা প্রদান করেন। আবেদনের প্রেক্ষিতে নির্বাহী প্রকৌশলী/উপজেলা প্রকৌশলীগণ বাস্তব অবস্থা যাচাই বাছাই করে প্রস্তাব এলজিইডি সদর দপ্তরে দাখিল করেন । জেলা/এলাকা ভিত্তিক সমীক্ষা পূর্বক বাস্তবায়নযোগ্য প্রস্ততাবিত স্কীম সমূহ ডিপিপি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশসহ পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়। পরিকল্পনা কমিশন আর্থিক ক্ষমতা এবং বিধি বিধান অনুযায়ী ডিপিপি অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন । প্রকল্প মেয়াদে APP প্রনয়ন করত: অবকাঠামো নির্মাণের জন্য পর্যায়ক্রমে দরপত্র আহবান করে কার্য বাস্তবায়ন করা হয়।

 

সংশ্লিষ্ট সড়ক,সেতু/ কালভার্ট ও অবকাঠামো নির্মাণের অবস্থানগত ও হালনাগাদ তথ্যাদি সম্বলিত অনুরোধ পত্র।

 

 

বিনামূল্যে

ডিপিপি অনুমোদনের পর (নূন্যতম ৬ মাস-২ বছরের মধ্য)

১৷ উপজেলা প্রকৌশলী
২৷ নিবার্হী প্রকৌশলী,

৩। সংশ্লিষ্ঠ প্রকল্প পরিচালকের দপ্তর, এলজিইডি

গ্রামিণ ‍অবকাঠামো (রাস্তা ঘাট, ব্রীজ/কালর্ভাট) সমূহ সংস্কার/রক্ষণাবেক্ষণ/ পুর্নবাসন

 

   ঐ

 রক্ষনাবেক্ষণ নির্দেশিকার আলোকে উপজেলার অন্তর্গত সকল উপজেলা / ইউনিয়ন ও গ্রামীন সড়ক, ব্রীজ/কালভার্ট এর বাস্তব অবস্থা যানবাহন চলাচলের সংখ্যা পযবের্ক্ষণের ভিক্তিতে উপজেলা ডাটাবেজ হালনাগাদ করে উপজেলা প্রকেৌশলী জেলার নির্বাহী প্রকৌশলী কাযার্লয়ে প্রেরন করেন । নির্বাহী প্রকৌশলী তার আওতাধীন সকল উপজেলার  ডাটাবেজ হালনাগাদ করে আঞ্চলিক তত্বাবধায়ক প্রকৌশলীর অফিসে প্রেরন করেন৷ ‍সদর দপ্তর রক্ষণাবেক্ষণ ইউনিট প্রাপ্ত হালনাগাদ ডাটাবেজের আলোকে সফটওয়্যারের সাহায্যে জেলাওয়ারী রক্ষণাবেক্ষণ চাহিদা নিরুপণ করে সাথে সাথে প্রাথমিক স্কীম তালিকা প্রণয়ন করেন। নিবার্হী সম্ভাব্য প্রাক্কলন প্রণয়ন করেন৷ জেলা রক্ষণাবেক্ষণ কমিটি জেলার বার্ষিক বরাদ্দকৃত বাজেট অনুয়ায়ী স্কীম তালিকা চূড়ান্তকরতঃ বার্ষিক ক্রয় পরিকল্পনাতে (APP) অন্তর্ভূক্ত করে অনুমোদনের জন্য আঞ্চলিক তত্ত্বাবধায়ক/বিভাগীয়  প্রকৌশলীর নিকট প্রেরণ ও অনুমোদনের পর দরপত্র আহবান করে রক্ষণাবেক্ষণ নির্দেশিকার আলোকে রক্ষণাবেক্ষণ কাজ উপজেলা প্রকৌশলীর দপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করে থাকেন।

 

গ্রামীন সড়ক রক্ষনাবেক্ষণ নীতিমালার আলোকে প্রতি বছর একবার।

 

 

 

সর্বোচ্চ ৬ মাস

 ১৷ উপজেলা প্রকৌশলী
২৷ নিবার্হী প্রকৌশলী,

এলজিইডি ।

3। তত্ত্ববধায়ক প্রকৌশলী, অঞ্চল

এলজিইডি।

২.২

 

জেলা ও উপজেলা পরিষদের স্কীম বাস্তবায়নে সার্বিক কারিগরি সহায়তা প্রদান ।

 

 ইউনিয়ন ও উপজেলা পরিষদ

উপজেলা প্রকৌশলী উপজেলা পরিষদের প্রধান কারিগরি কর্মকর্তা/প্রকৌশল উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন ও তদানুযায়ী উপজেলা পরিষদের আওতাধীন যাবতীয় কারিগরি সম্পর্কিত কার্য যেমন: বাজেট প্রকল্পয়ন, বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়ন, স্কীম বাস্তবায়ন ও পরিবীক্ষণ কার্যাদি সম্পাদন করে থাকে।

ইউনিয়ন ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সম্ভব্য প্রাক্কলিত মূল্য, সিদ্ধান্ত প্রস্তাব যাবতীয় তথ্যাদি সম্বলিত উপজেলা প্রকৌশলী বরবাবর অনুরোধ পত্র ।

 

 

 

 

 

ম্যানুয়াল/প্রকল্পের বিধিবিধান এবং রক্ষনাবেক্ষণ নির্দেশিকার আলোকে ইউনিয়ন/উপজেলা পরিষদের রেজুলেশন সহ

 নির্ধারিত সময়ে আবেদনের ৬- ১ বছরের মধ্য

১৷ উপজেলা প্রকৌশলী,       ২। উপজেলা পরিষদ,

৩৷ নিবার্হী প্রকৌশলী,

৪। সংশ্লিষ্ঠ প্রকল্প পরিচালকের দপ্তর,

এলজিইডি

৫। স্থানীয় সরকার বিভাগ

ইউনিয়ন/ উপজেলা পরিষদ ভবনাদি/ কোর্য়াটার নির্মাণ/পুন নির্মাণ/ সংস্কার ও পরিবীক্ষণ

মোরামতের ক্ষেত্রে: উপজেলার অন্তর্গত সকল উপজেলা/ইউনিয়ন পরিষদের বাস্তব অবস্থা, পযবের্ক্ষণ করে পরিষদের অফিস/ কোর্য়াটার সহ অন্যান্য ভবনাদীর বিপরীতে সম্ভব্য প্রাক্কলিত মূল্যসহ নিধারিত সময়ের মধ্য নির্বাচিত ছক পূর্বক জেলার নিবার্হী প্রকৌশলীর কাযার্লয়ে প্রেরণ করে ৷ র্নিবার্হী প্রকৌশলী তার আওতাধীন প্রাপ্ত সকল উপজেলার তালিকা সমন্বয় করে অগ্রধিকার তালিকা প্রনয়ন পূর্বক প্রস্তাবনাটি জেলা প্রশাসকের অফিসের মাধ্যমে প্রধান প্রকৌশলী, এলজিইডি বরাবর এবং এলজিইডি বাস্তবায়নযোগ্য প্রাথমিক স্কীম তালিকা প্রণয়ন করন পূর্বক জেলাওয়ারী রক্ষণাবেক্ষণ চাহিদা নিরুপণ করে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ এবং অনুমোদন প্রাপ্তির পর রক্ষণাবেক্ষণ ইউনিট প্রাথমিক স্কীমগুলি সংশিস্নষ্ট উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সরেজমিনে পরিমাপ গ্রহন পূর্বক প্রাক্কলন চূড়ান্তকরতঃ আঞ্চলিক তত্ত্ববধায়ক প্রকৌশলীর দপ্তরে প্রশাসনিক অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে; এবং ভবনাদি নির্মানের ক্ষেত্রে উপজলো পরিষদের প্রস্তাবনাটি সরাসরি স্থানীয় সরকার বিভাগের অনুমোদন সাপেক্ষে বার্ষিক ক্রয় পরিকল্পনাতে অন্তর্ভূক্ত করে উপজেলা প্রকৌশলী দরপত্র আহবান করে রক্ষণাবেক্ষণ/নির্মান কার্য বাস্তবায়ন করে থাকেন।

২.৩

 

 

কৃষি কাজে ভূ-উপরিস্থ ক্ষুদ্রাকার পানি সম্পদ ও টেকসই ব্যবস্থাপনা :

 সেচ অবকাঠামো (স্লুসগেট/রেগুলেটর, র‌্যাবারড্রাম) নির্মাণ, খাল খনন/রক্ষনাবেক্ষণ।

 

স্থানীয় স্বার্থসংশ্লিষ্ট পাবসস এর উপকারভোগী জনগণ

 (ক্যাচমেন্ট এরিয়ার) সদস্যবৃন্দ/ইউনিয়ন বাসী।

গ্রামীণ এলাকায় অনুর্ধ ১০০০ হেক্টর বা ২৫০০ একর জমিতে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পানি সংক্রান্ত সমস্যা যেমন সেচ এলাকা বৃদ্ধি, পানি সংরক্ষণ, বন্যা ব্যবস্থাপনা ও জলাবদ্ধাতা দূরীকরণের জন্য স্বার্থসংশ্লিষ্ট জনগণ সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা পরিষদের মাধ্যমে অথবা সরাসরি আবেদন করতে পারেন। আবেদনের ৬ মাসের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নযোগ্য কিনা সে ব্যাপারে অবহিত হবেন। বাস্তবায়নযোগ্য হলে দেড় থেকে দুই বছরের মধ্যে প্রকল্পের সুফল পাবেন।

 ইউনিয়ন / উপজেলা পরিষদের মাধ্যমে রেজুলেশন সহ ক্ষেত্র এলাকার অবস্থানগত ও হালনাগাদ তথ্যাদি সম্বলিত অনুরোধ পত্র।

 

ক্ষুদ্র পানিসম্পদ উন্নয়ন প্রকল্প ম্যানুয়াল অনুযায়ী চলাকালীন ১- ২ বছরের মধ্যে ।

 

১। উপজেলা প্রকৌশলী,

 ২। উপজেলা পরিষদ,
৩। নির্বাহী প্রকৌশলী

৪। সংশ্লিষ্ঠ প্রকল্প পরিচালকের দপ্তর,

এলজিইডি


 


 

স্থানীয় অংশদারিত্ব/ কর্মসংস্থান সৃষ্টি ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) গঠন ও আর্থ- সামাজিক উন্নয়নে অবকাঠামোত রক্ষণাবেক্ষণ এবং জীবিকা উন্নয়নে প্রাতিষ্ঠানিক ঋণ সহায়তা প্রদান।

উক্ত প্রকল্প এলাকার জনগণ পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) গঠনে সার্বিক সহায়তা পাবেন। পাবসস এর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক, দারিদ্র হ্রাসকরণ, আর্থিক লেনদেন হিসাব, কৃষি উন্নয়ন, গবাদিপশু ও হাঁসমুরগী পালন, মৎস্য চাষসহ অন্যান্য সামাজিক উন্নয়ন কাজে প্রশিক্ষণ সহায়তা পাবেন।

উপ-প্রকল্প হস্তান্তরের পর পাবসস কর্তৃক অংশগ্রহণমূলক নিয়মিত রক্ষণাবেক্ষণ করার পর অর্থ প্রাপ্তি ও শর্ত সাপেক্ষে জরুরী ও মৌসুমী রক্ষাণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাবেন। প্রয়াজনের উপযুক্ততা উল্লেখপূবর্ক লাইভলিহুড ইমপ্রুভমেন্ট ট্রাষ্ট হতে ঋণ সহায়তা পেতে পাবেন।

উপ-প্রকল্পের প্রশিক্ষণ ক্যালেন্ডার অনুযায়ী

:৩ মাস (প্রতি অর্থ বছরের ডিসেম্বর-জানুয়ারী মাসের মধ্যে প্রস্তাব প্রেরণ করতে হবে)

 প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে গ্রামীন জনপদের অতি দারিদ্রতা হ্রাসকরণ।

 

গ্রামীন জনপদের হত দারিদ্র নারী শ্রেণী/জনগোষ্ঠী

গ্রামীন পাকা রাস্তার অফপেভমেন্ট মেরামত কাজে র্নিধারিত সংখ্যক সমাজের পিছিয়ে পড়া অসহায় দুস্থ্য ও অক্ষম বিধবা, স্বামী পরিত্যাক্তা নারীদের রাস্তা মেরামত কাজে এলসিএস গঠনের মাধ্যমে দৈনিক হাজিরার ভিক্তিতে নিয়োজিত করা হয়। দৈনিক হাজিরার একটি অংশ বাধ্যতামূলকভাবে ব্যাংকের মাধ্যমে ভবিষ্যতে আয়বধাক কাজে বিনিয়োগের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্দেশ্য সঞ্চয়ী তহবিল আকারে জমা রাখা হয়। র্নিধারিত মেয়াদ শেষে ব্যাংক সুদ সহ তাদের সঞ্চয়ী আমানত চেকের মাধ্যমে বছর শেষে একযোগে ফেরত প্রদান করা হয়। এছাড়া, প্রতিটি উন্নয়ন/সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকদের মধ্য নুন্যত্তম ৩০% মহিলা শ্রমিকদের নিয়োগের ব্যবস্থা রাখা রয়েছে। কর্মসূচির আওতায় নিয়োজিত মহিলা শ্রমিকদের স্বাস্থ্য সচেতনতা সহ স্বাবলম্বী করনের জন্য দক্ষতা উন্নয়ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। উপজেলার প্রতিটি গ্রামীন বাজারে “ওমেন্স কর্নার” নির্ধারন ও সফল নারি উদ্যোগতার মধ্য হতে জয়িতা নির্বাচন ও পুরষ্কার প্রদান করা হয়।

 প্রতিবছর জুন মাসে নিদৃষ্ট সংখ্যক আবেদন পত্র জাতীয় পরিচয়পত্র ও ছবি সহ  যাচাই বাছায়ের লক্ষে গ্রহন করা হয় ।

 

 

 বিনামূল্যে

 

আবেদন প্রাপ্তরি ১ মাসের মধ্য

১। উপজেলা প্রকৌশলী
২।জেলার নির্বাহী প্রকৌশলী

3। ক্ষেত্র বিশেষে প্রকল্প পরিচালকের দপ্তর

৩. অভ্যন্তরীণ দাপ্তরিক সেবা সমূহ:

৩.১

উপজেলা ও জেলা শহরের মাষ্টার প্ল্যান প্রণয়নে কারিগরি সহায়তা প্রদান।

পূর্বনির্ধারিত পৌরসভা

ও উপজেলা পরিষদ

পৌরসভা অধ্যাদেশ অনুযায়ী জেলা ও উপজেলা শহরের মাষ্টার প্ল্যান প্রণয়নে ।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা ও পরিপত্রের আলোকে পেৌর/উপজেলা পরিষদের মাষ্টার প্ল্যান প্রণয়নে কারিগরী সহায়তা দেয়া হয়।

 

প্রকল্পের বিধান অনুযায়ী পূর্বনির্ধারিত পৌরসভা

ও উপজেলা পরিষদ

প্রকল্পের নির্ধারিত সময় নির্দেশনাবলীর অনুযায়ী

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উপজেলা/জেলার মাধ্যমে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক

৩.২

জেলা উপজেলা  রোড ও বেজ ম্যাপ সরবরাহ ।

সরকারী/ বে-সরকারী সংস্থা/ স্থানীয় সরকার প্রতিষ্ঠান।

 উন্নয়ন মূলক কর্মকান্ডের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সুবিধার্থে অনুমোদিত ফি তালিকা অনুযায়ী জমা দিলে জেলা ও উপজেলা দপ্তর হতে এলজিইডির GIS (জিআইএস) ইউনিট হতে প্রস্তুতকৃত রোড ও বেজ ম্যাপ সরবরাহ করা হয়ে থাকে।

একক মূল্য রিঙ্গীন=২০০.০০ এবং সাদাকালো=১৫০.০০

অনূন্য:৩ দিন

উপজেলা /জেলা   দপ্তর ও GSI ইউনিট ।

৩.৩

মাননিয়ন্ত্রণ সংক্রান্ত: ল্যাব টেষ্ট সেবা।

সরকারী বে-সরকারী, স্বায়ত্বশাসিত,স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ঠিকাদার বা আগ্রহী ব্যক্তিবর্গ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ল্যাব টেষ্ট সুযোগ সুবিধার উপর ভিত্তি করে তিন ধরনের ল্যাবরেটরী এলজিইডি’র নিজস্ব কাজের মান নিয়ন্ত্রণ টেষ্ট, অন্য কোন সরকারী বা বেসরকারী বা ব্যাক্তি পর্যায়ে অনুরোধ/ আবেদনের প্রেক্ষিতে ল্যাব টেষ্ট সেবা প্রদান করছে। এলজিইডি’র সদর দপ্তরে অবস্থিত রয়েছে কেন্দ্রীয় ল্যাবরেটরী এবং বৃহত্তর জেলা সদরে রয়েছে আঞ্চলিক ল্যাবরেটরী। অন্যান্য জেলা সদরে রয়েছে জেলা ল্যাবরেটরী। আবেদনকারী নির্ধারিত টেষ্ট ফি ট্রেজারী চালানের মাধ্যমে জমা প্রদান করতঃ ল্যাব-ইন-চার্জ এর নিকট আবেদন করলে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টেষ্ট করার পরপরই টেষ্ট ফলাফল রির্পোট প্রদান করা হয়।

সিমেন্ট=৪৬০০.০০, বালি=৪০০.০০, খোয়া=১০০০.০০, ইটি=২৪০০.০০)টাকা/

প্রতিবার/ হারে

সংশ্লিষ্ঠ টেষ্ট করার জন্য নির্ধারিত সময়সীমার ৭-৩০ দিনের মধ্যে

১। জেলার নির্বাহী প্রকৌশলী
২। নির্বাহী প্রকৌশলী (মান নিয়ন্ত্রণ) সদর দপ্তর, এলজিইডি

৩.৪

র্নিমাণ কাজের যন্ত্রপাতি ও যাবাহন ভাড়া প্রদান।

সরকারী/বেসরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থা/ প্রতিষ্ঠান/ঠিকাদার বা আগ্রহী ব্যক্তি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বা অন্যকোন সরকারী/বে-সরকারী সংস্থা বা ব্যক্তি পর্যায়ের নির্মাণ কাজের জন্য যন্ত্রপাতি ও যানবাহন এলজিইডি’র জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর অফিস থেকে অনুমোদিত ভাড়া তালিকা অনুযায়ী নির্ধারিত ভাড়া প্রদান করলে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভাড়া দেয়া হয়।

প্রতিদিন= ৪,০০০.০০

প্রতিদিন=৩,০০০.০

ও অন্যান্য হারে

ভাড়ার জন্য উপযুক্ত ও পর্যাপ্ত থাকা সাপেক্ষে সর্বোচ্চ ৩দিন

জেলার নির্বাহী প্রকৌশলী, এলজিইডি

৩.5

প্রশিক্ষণ প্রশিক্ষণ (মানব সম্পদ উন্নয়ন) ।

এলজিইডি, এলজিআই জনপ্রতিনিধি, উপকারভোগী, ঠিকাদার, চুক্তিবদ্ধ শ্রমিক, পাবসস সদস্যবৃন্দ সহ অন্যান্যদের

সংশ্লিষ্ট জেলার নির্বাহী প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী ও এলজিইডি সদর দপ্তর কর্মকর্তাগন রাজস্ব বা প্রকল্প অর্থায়নে এলজিইডি,  এলজিইডি এর কর্মকর্তাদের কারিগরি বিষয়ে ও অন্যান্য  জনপ্রতিনিধি, উপকারভোগী, ঠিকাদার, চুক্তিবদ্ধ শ্রমিক দলসমূহ এবং পাবসস সদস্যবৃন্দ সহ অন্যান্য স্থানীয় এলীটদের সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকান্ডের উপর দক্ষতা, সচেতনতা ও করনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

জিওবি ও প্রকল্পের বিধিবিধান অনুযায়ী ।

 প্রযোজ্য নয়

 নির্বাহী/ আঞ্চলিক ত: প্রকৌ:/প্রশিক্ষণ ইউনিট

৩.6

জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতায় গঠিত তথ্য অধিকার আইনের আলোকে এলজিইডি’র কর্মকান্ড সম্পর্কে তথ্য প্রদান।

আইনানুগভাবে যোগ্য আবেদনকারী ।

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে এবং নির্ধারিত মূল¨ পরিশেবধ সংপেক্ষে তথ্য অধিকার আইনের (তথ্য প্রাপ্তি সংক্রান্ত বিধিমালা ২০০৯ এর ধারা/বিধি ৮ অনুযায়ী) প্রকাশযোগ্য তথ্য প্রদান করা হয়ে থাকে।

আইন অনুযায়ী নির্ধারিত ফর্মে আবেদন ও ফি।

  নুন্যত্তম ৩০ কর্মদিবস ।

তথ্য প্রদানকারি: উপজেলা সহঃ প্রকৌ:/উপজেলা প্রকৌশলী

. অন্য কোন মন্ত্রণালয়/ বিভাগ/ দপ্তরের ডিপোজিট ওয়ার্ক :

৪.১

১. সরকারী প্রাথমিক বিদ্যালয়

২। ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ।

৩। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর নির্মাণ। অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের  বাসস্থান নির্মাণ।

 উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ ইত্যাদি

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়/ ভূমি মন্তনালয় এবং  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়/বিভাগ বা অন্য কোন দপ্তর বা স্বায়ত্বশাসিত সংস্থা।

 নিজেস্ব মন্ত্রনালয় ছাড়াও এলজিইডি উন্নয়ন ও প্রবৃদ্ধির স্বার্থে দেশের অন্যত্তম বৃহত্তম প্রকৌশল সংস্থা হিসেবে অন্য কোন মন্ত্রণালয়, সরকারী, আধা-সরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থার অনুরোধের প্রেক্ষিতে সমঝোতা (MOU) চুক্তি অনুযায়ী কাঠামোগত বা স্থাপত্য নকশা প্রণয়ন, ক্রয় কার্য্সহ প্রকল্প বাস্তবায়ন, ভবনাদি নির্মাণ/পুননির্মাণ, মেরামত/সংস্কার করন , পরিবীক্ষন । মাস্টারপ্লান, ডাটাবেজ প্রনয়ণ, শিক্ষা/অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়ে থাকে।

সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের অবস্থানগত তথ্যাদি সম্বলিত অনুরোধ পত্র।

 

চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়সীমা

অনুমোদনের ৩-৯ মাসের মধ্য

১। উপজেলা / নির্বাহী প্রকৌ

২। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এলজিইডি সদর দপ্তর।

৫.বিবিধ কার্যক্রম বাস্তবায়ন:

৫.১

১।ঘাট/জেটি নির্মাণ, ২।ঘূর্নিঝড়/আশ্রয়কেন্দ্র নির্মাণ, ৩। বৃক্ষরোপন কর্মসূচি পালন ছাড়াও স্থানীয় অন্যান্য দপ্তর/সংস্থাকে খণ্ডকালীন প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান।

অন্য কোন স্থানীয় উপর্যুক্ত দপ্তর/কতৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে

সময়ে সময়ে স্থানীয় পর্যায়ের সরকারের অন্য কোন দপ্তর বা স্বায়ত্বশাসিত সংস্থার কারিগরি দায়িত্ব পালণ/কার্যক্রম যেমন: ডায়াবেটিক হাসপাতাল, জাতীয় মহিলা সংস্থার দপ্তর, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের ভবনাদি নির্মান/ উন্নয়ন/মেরামত কাজের পরিকল্পনায় স্কীম প্রস্তুতকরণ, প্রাক্কলন প্রনয়নে ও কাজের গুনগতমান তদারকিতে কারিগরি সহায়তা প্রদান করা হয়ে থাকে।

সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের অবস্থানগত তথ্যাদি সম্বলিত অনুরোধ পত্র।

 

প্রযোজ্য নয়।

১। উপসহকারি প্রকৌ:

২। উপজেলা সহ: প্রকৌ:

৩। উপজেলা প্রকৌ:

 নির্বাহী প্রকৌ:

                 

N.B: Memorandum of Understanding (MOU);  Development Project Proposal (DPP); Procuring Entity (PE); Annual Performance Aggregate (APA)

       
  Rounded Rectangle: আপিল কর্তৃপক্ষ (আরটিআই):

মোঃ সিহাদুল Bসলাম, উপজেলা প্রকৌশলী
 এলজিইডি,সদর, জয়পুরহাট মোবা:০১৭০৮১৬১৫৪৭ 
ue.joypurhat-s@lged.gov.bd